বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি:
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন বিভিন্ন উপজেলায় বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হতান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে, প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল ও বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলার ট্রাস্টি রুপনা চাকমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন বিভিন্ন উপজেলায় ৮৪ টি বৌদ্ধ বিহারে ১৫ লক্ষ্য টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সদস্য আশুতোষ চাকমা, সদস্য নিরো উৎপল খীসা, সদস্য শতরুপা চাকমা, সদস্য ক্যজরী মারমা, সদস্য শাহীনা আক্তার, সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমূখ।