বিনোদনসাহিত্য ও বিনোদন

ক্যানসারে আক্রান্ত হিনা খান

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে তার। এরইমধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

এর আগে, সামাজিকমাধ্যমে গুঞ্জন ওঠে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রাম পোস্টে এই গুঞ্জনকে সত্য বলে জানান হিনা।

ইনস্টাগ্রাম বিবৃতিতে হিনা খান লেখেন, চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করছি। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত, এখন তা স্টেজ থ্রিতে রয়েছে। এমন একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসারমুক্ত হওয়ার বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এরইমধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসারমুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।

ওই বিবৃতিতে হিনা আরও বলেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button