হলিউড সিনেমায় আনিসুর রহমান মিলন
এবার দেশের গণ্ডি পেরিয়ে, হলিউডে নাম লিখিয়েছেন শোবিজের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমা ‘বনইয়ার্ড’ প্রসঙ্গে মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় সিনেমা। মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি’।
বাংলাদেশেও ‘বনইয়ার্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানান মিলন।
গেল বছর ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন। সিনেমায় মিলনের সঙ্গে রয়েছেন মেল গিবসনের মতো তারকাও। মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন।
অভিনেতা আরও বলেন, তাকে আমি নানাভাবে সাহায্য করি। আশা করছি দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।