বিনোদন
মাঠে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখলেন মেহজাবীন
কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বুধবার (২৬ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেহজাবীনের ভেরিফাইড পেজে করা পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
আর্জেন্টিনার ভক্ত মেহজাবীন ফেসবুকে দুটি পোস্ট করেন। যেখানে বেশকিছু ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজকে কে জিততে পারে?’।
পরের পোস্টে কোপা আমেরিকা ২০২৪ ফটো ডাম্প নামে আরও কিছু ছবি আপ করেন। ছবিতে ভিন্ন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন মেহজাবীন। এসময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি। তার মিষ্টি হাসি যেন আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।
উল্লেখ্য, কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হলো তাদের।