আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এদিকে, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। তাই ব্যাকফুটে থাকা বাংলাদেশের এই ম্যাচ বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। তবে সাকিব-শান্তদের হালকাভাবে নিচ্ছে না ভারত। এমনটাই জানালেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
বিক্রম রাঠোরের ভাষ্যমতে, ‘বাংলাদেশ ভালো দল। তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে, যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায়, তারা সুবিধা পায় এবং তাদের দলে স্পিনারও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ।
ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টিতে অতীত পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ শেষে বাংলাদেশে জয় কেবল একটি। বাকি ১২ ম্যাচেই জয় ভারতের। আর ভারতের বিপক্ষে যেই জয়টা পেয়েছে বাংলাদেশ, সেটা অবশ্য তাদেরই মাটিতে। ২০১৯ সালে ভারত সফরে গিয়ে দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সেটিই একমাত্র জয় বাংলাদেশের।
ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে বহুবার হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে জানে বাংলাদেশ। সেই কাজটিই আরও একবার করে দেখানোর পালা নাজমুল শান্তর দলের। তবে এবার হাসিটা যেন বাংলাদেশেরই হয় সেই প্রত্যাশাই থাকবে সমর্থকদের। কেননা, সেটি না হলে যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।