আন্তর্জাতিক

উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৭ কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে ১২ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৯১ লাখ টাকায়) নির্মিত একটি সেতু। মঙ্গলবার (১৮ জুন) ভারতের বিহারে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের আরারিয়া শহরের বাকরা নদীর ওপর নির্মিত হওয়া একটি সেতুর এক অংশ ধসে পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিহারের আরারিয়া জেলার কুর্সাকান্ত এবং সিকতির মধ্যে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণে খরচ হয়েছিল ১২ কোটি রুপি।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, খরস্রোতা বাকরা নদীতে ব্রিজের এক অংশ হেলে পড়েছে। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এবং সেতুটি ধসে পড়ার মুহূর্ত ভিডিও ধারণ করছেন।

স্থানীয় সংসদ সদস্য (বিধায়ক) বিজয় কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্ণধারের অবহেলায় সেতুটি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।
 
চলতি বছরের মার্চে বিহারের সুপলে একটি নির্মাণাধীন সেতু ভেঙে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সেতুটি কোসি নদীর ওপর নির্মিত হচ্ছিল। এর ব্যয় ধরা হয়েছিল ৯৮৪ কোটি রুপি।

Related Articles

Leave a Reply

Back to top button