সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১২জুন) দুপুরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদ।
এ দিন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পুরুষ ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন শান্ত, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীনসহ ৫০টি উপজেলার নব-নির্বাচিত ৫০ জন চেয়ারম্যান, ৫০ জন ভাইস চেয়ারম্যান ও ৫০ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৫০ জন শপথ গ্রহণ করেন।
এছাড়া কক্সবাজার ঈদগাহ উপজেলা থেকে আবু তালেব, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আহমদ করিম সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউছার জাহান জেসমিন, পেকুয়া উপজেলায় শেফায়েতুর রহমান রাজু, পুরুষ ভাইস চেয়ারম্যান মাহাবুল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা সহ সবাই শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী নিউজ নাউ বাংলাকে বলেন, চকরিয়া উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করবেন বলে জানান, দখলবাজ সন্ত্রাসমুক্ত চকরিয়া গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।