হাজীগঞ্জে সড়কে ৩ জনের মৃত্যু
মেহেদী হাছান পাপ্পু, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বালুবাহী ট্রাক আর সিএনজি চালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের রফিক হালদারের ছেলে সবুজ হালদার (২৮), ফুলছোঁয়া গ্রামের বেপারী বাড়ির আবুল খায়েরের বাহরাইন প্রবাসী ছেলে মোজাম্মেল বেপারী (৩৭) ও তার স্ত্রী পিংকি বেগম (৩০) নিহত হয়। মোজাম্মেল জমজ তিন সন্তানের জনক ছিলেন।
সবুজ হাওলাদার ঘটনাস্থলে ও মোজাম্মেল ও তার স্ত্রী হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লা ঠ ১১- ০৩২৭ ট্রাকটি বালু নিয়ে হাজীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে সিএনজি চালিত স্কুটার চাঁদপুর ঠ ১১-৬৭০৪ এর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে যানচলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, জোরে একটি শব্দ শুনে দৌড়ে এসে দেখি এক মর্মান্তিক ঘটনা। সড়কের উপরে একজন মরে পড়ে আছে, বাকীরা কাতরাচ্ছে। এ সময় অন্যরা আসার পরে এক নারীসহ ৪ জন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।