জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন গান্ধী পরিবারের সদস্যরা

ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী, তার পুত্র ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার দুইদিনের সফরে ভারত যান শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ ভারতের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এদিকে মঙ্গলবার সৌজন্য সাক্ষাতের পর কংগ্রেসের এক হ্যান্ডেলে একটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধনকে শক্তিশালী করার জন্য বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শেখ শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তখনকার ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব নাঈমুল ইসলাম খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button