জেলার খবর

খাগড়াছড়িতে বালুর ট্রাকে বিদেশি মদ, আটক ৩

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পাচারকালে তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ।

সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

তিনি  জানান, ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কাটুর্নে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ছে। চক্রের মূলহোতাদের ধরতে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button