বিনোদনসাহিত্য ও বিনোদন

কন্যার ছবি প্রকাশ করে পরীমণির আবেগঘন পোস্ট

মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের একমাস পূর্ণ হওয়া উপলক্ষে, মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার (৪ জুন) পরীর সংসারে নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। তাই দিনটি উদযাপন করেন এই নায়িকা। নিজের ফেসবুকে সন্তানদের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টও দেন তিনি।

ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখপাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ।’

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানকে নিয়ে পরীমণি বলেছিলেন, ‘আমার মেয়ে এলো ঘরে; যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। এখন তাদের নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

Related Articles

Leave a Reply

Back to top button