বিনোদন

বিনা কর্তনে ছাড়পত্র পেল শাকিবের ‘তুফান’

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তুফান’ বিনা কর্তনে সেন্সর পেয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাতে এ ছবির মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়।
সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত। তিনি বলেন, তুফানকে সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির পারমিশন দেয়া হয়েছে।
তিনদিন আগে আগে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় তুফান। জানা যায়, বুধবার অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেয়া হবে তুফান ছবির পরিচালক প্রযোজকদের কাছে।
রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এর প্রকাশিত টিজার ও ‘লাগে উরাধুরা’ শিরোনামে গানটি দুই বাংলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে।
ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান।

Related Articles

Leave a Reply

Back to top button