অন্যান্য খবররাজনীতি

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি

সম্প্রতি দেশের উপকুলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রবল আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি দেখতে আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
এ লক্ষ্যে রবিবার (২ জুন) বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতৃবৃন্দ উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button