জাতীয়

আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হঠাৎ বদলি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (২ জুন) পুলিশ সদর দফতরের আদেশে এডিসি শাহিদুর রহমানকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।
শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমানে ডিবির টিমের সঙ্গে নেপালে আছেন। এর আগে গত ২৬ মে ভারতে যান ডিবির টিমের সঙ্গে। একই প্রজ্ঞাপনে এডিসি শাহিদুরসহ ২১ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দফতর।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আনোয়ারুল আজীম। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে গত ১৩ মে তিনি সেখানে তাকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Back to top button