জাতীয়

জাতীয় নির্বাচন নিয়ে টিআইবির সঙ্গে একমত ইসি: হাবিবুল আউয়াল

ভবিষ্যতে নির্বাচনী আইনের সংস্কার করতে পরামর্শ দেবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে পরবর্তী কমিশনকে পরামর্শও দেয়া হবে।

রোববার (২ জুন) নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভবিষ্যতে ইভিএম ব্যবহার করতে পরামর্শ দিয়ে যাবে কমিশন। সংসদ নির্বাচন পাঁচ দফায় করতে টিআইবির সঙ্গে একমত ইসি।

আমাদের আইনে সীমাবদ্ধতা আছে। আমরা সেটিও স্বীকার করেছি’, যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় সংসদ নির্বাচন ধাপে ধাপে করতে টিআইবির সঙ্গে ইসি একমত বলেও জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।

Related Articles

Leave a Reply

Back to top button