জাতীয়

পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টার পর হেলিকপ্টারযোগে রওনা করেন তিনি। বেলা পৌনে একটার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে।

এরপর সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে যান প্রধানমন্ত্রী। সেখানে দুই হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

ত্রাণ বিতরণ শেষে শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। তাছাড়া, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button