বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন সাকিব
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আজ বুধবার (২৯ মে) খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
যুক্তরাষ্ট্র সিরিজে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব। ব্যাট হাতে ৩ ম্যাচে করেছেন মাত্র ৩৬ রান। বল হাতে সমানসংখ্যক ম্যাচে তার প্রাপ্তি সাকুল্যে এক উইকেট।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে সাকিব আছেন যৌথভাবে ৮২তম স্থানে। আর বোলিংয়ে এক ধাপ অবনতি হওয়ায় তার অবস্থান ৩১ নম্বরে।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের মাটিতে সবশেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হার মানে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের রেকর্ড জয় পেয়েছে টাইগাররা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সের পর নিঃসন্দেহে বাংলাদেশের আত্মবিশ্বাস নড়ে গেছে। সাকিবের সবশেষ পারফরম্যান্সও তাতে যোগ হয়েছে বাড়তি ধাক্কা হিসেবে।
আগামী ২ জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল।