জেলার খবর

চট্টগ্রামে-কক্সবাজার রোডে সৌদিয়া ও পূরবী পরিবহন ভাড়া কমালেও দাবিয়ে বেড়াচ্ছে মারশা

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভাড়া কমিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক গ্রুপ।

দেশের সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় মানুষের আর্থিক দূর্ভোগ লাগবে এ ঘোষনা দেন বলে বলে জানান পরিবহন মালিক গ্রুপ। তবে সচেতন যাত্রী মহল তাদের একাধিক এফবি পোস্টে এ ঘোষণাকে ভিন্ন ভাবে নিচ্ছে। তাদের মতে সদ্য নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কে স্বপ্নের ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাত্রী সল্পতায় পড়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে এ রোড়ে চলাচল কারী বিরতিহীন বিলাস বহুল বাস সার্ভিস গুলো।

জানাগেছে পৃথিবীর একমাত্র দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজার হওয়াতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে হিসেবে এ রোড়ে যাত্রী পরিবহন সহ নানাবিধ গাড়ীর চাপও বেশী। দেশের নানা প্রান্ত থেকে বলতে গেলে বছরের ১২ মাসই গাড়ীর চাপ থাকে সড়কটিতে। আবার দেশের অন্যান্য সড়কের চাইতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভাড়াও বেশী বলে অভিযোগ আছে যাত্রীদের। এ সড়কে পরিবহণ মালিক- শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে গলাকাটা বাণিজ্য করার এমন অভিযোগও কম নয়। সব মিলিয়ে ভদ্র যাত্রীরা ভাড়া নিয়ে প্রতিবাদ করেনা। পরিবহন গ্রুপ যে রকম তাদের ইচ্ছা অনুযায়ী ভাড়া নির্ধারণ করে সে রকম ভাড়া দিয়ে যাত্রীরা এ সড়কে গাড়ীতে যাতায়াত করে।
আবার এ সড়কে ভিআইপি যাত্রীও বেশী হওয়ায় আজ থেকে প্রায় তিন যুগ পূর্বে এ রোডে আধুনিক ও মান সম্মত যাত্রী সেবা নিয়ে এগিয়ে আসে এস আলম, সৌদিয়া, প্যারাগন, রিলাক্স, মোহাম্মদী, সোনারগাঁও, বোরাক, শাহ আমীন সহ নাম করা কিছু পরিবহন মালিক গ্রুপ। তবে নানা চড়াই উতরাই এর মধ্যে যাত্রীদের ভাল সেবা দিয়ে টিকে থাকে এস আলম ও সৌদিয়া। অপরাপর পরিবহন গুলো কালের আবর্তে হারিয়ে যায়। এরি মধ্যে বিগত কয়েক বছর পূর্বে সড়কটিতে নতুন করে যুক্ত হয়েছে মারশা ও পূরবী পরিবহন। এ দুটি পরিবহন অতি দ্রুত জনপ্রিয়তা পায়। এ কারনে তাদের যাত্রীও বেশী। চট্টগ্রাম থেকে চকরিয়া কিংবা কক্সবাজার যাতায়াতে যাত্রীরা সময় মত টিকেটও পায় না। এ সংকটকে পুজি করে মারশা পরিবহন এ সড়কে নৈরাজ্য সৃষ্টি করারও অভিযোগ আছে। তারা অত্যাধিক ভাড়া বাড়িয়ে দেয়। আবার চট্টগ্রাম থেকে চকরিয়া এবং কক্সবাজার থেকে চকরিয়ার যাত্রীদের টিকেট দিতে চায় না। এ নিয়ে মারশা পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে প্রায়ই সময় ঝগড়া লাগে। অনেক সময় চকরিয়ার যাত্রীরা বাধ্য হয়ে চট্টগ্রাম- কক্সবাজার ডিরেক্ট টিকেট নিয়ে চলাচল করতে হয়।
কয়েক যুগ ধরে ভাড়া বাড়ানোর প্রতিযোগিতায় মত্ত থাকলেও ভাড়া কমানোর চিন্তা করনি তারা। কিছু দিন আগে তেলের দাম কমানো হয় সামন্য। এরপরও পরিবহন মালিক গ্রুপ যাত্রী সেবায় ভাড়া কমায় নি। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ সৌদিয়া পরিহন চট্টগ্রাম-কক্সবাজার রোড়ে ভাড়া কমানোর ঘোষণা দেন। এরপর পর পূরবী পরিবহন ও ভাড়া কমানোর ঘোষনা দেন। মারশা পরিবহন এখনও ভাড়া কমানোর কোন ঘোষনা দেন নি। তারা এ সড়কে দাবিয়ে বেড়াচ্ছে।
যাত্রী সাধারণের অভিমত পরিবহণ মালিক গুলো দেশের সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় ভাড়া কমানোর ঘোষনা দিয়েছে এমন কথা বলা হলেও মুলত তা নয়। চট্টগ্রাম- কক্সবাজার রেল সড়ক চালু হওয়ায় ট্রেন যাতায়াত শুরু হওয়াতে এসব পরিবহন গুলো যাত্রী সংকটে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button