খাগড়াছড়ি তিন উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী হয়েছেন যারা
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচিত হয়ে বিজয় হয়েছেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানরা। মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার (২১ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা ইসলাম।
এতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রীতিকে ১৬ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।
খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচনে এবার ৪১টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৯২ হাজার ৮৬৪ জন ব্যালেটের মাধ্যমে তাদের ভােটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।
এদিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের টাউনহলে এই ফলাফল ঘোষণা করে উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মৌমিতা দাশ।
এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ- পিরিচ মার্কা নিয়ে উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চন্দ্র দেব চাকমা।তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২৪৮৩২টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সৈকত চাকমা। তার মোট ভোট সংখ্যা ২৪,০১৯টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীক নিয়ে কিরণ ত্রিপুরা পেয়েছেন ৭৩১৮ ভোট।
তালা প্রতীক এর প্রার্থী জয়নাথ দেব পেয়েছেন ৫৪৯৪ ভোট। অন্যদিকে বৈদ্যুতিক বাল্ব নিয়ে লোকমান হোসেন পেয়েছেন ৩৭৩৬ ভোট। আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।
এইছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন ফুটবল মার্কার প্রার্থী মনিতা ত্রিপুরা। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২১,২৬৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে সুজাতা চাকমা পেয়েছেন ১৮,৭৪৭ ভোট।
পানছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৫৫,০০৫ জন। ১৪২টি বুথে ভোট কেন্দ্র সংখ্যা ছিলো ২৫টি।তার মধ্যে মোট পুরুষ ভোটার ছিলো ২৮,০২৪ জন।মহিলা ভোটার ছিলো ২৭,৯৮০ জন।হিজড়া ভোটার ছিলো ১ জন।
অন্য দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৩৩,২১৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী শ্রী ধর্মজ্যোতি চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩,৬০৯ ভোট।
এছাড়াও দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩জন। এতে চশমা প্রতীকে ৩২,৪৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সুসময় চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোস্তফা কামাল মিন্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছে ১৪,৪৫২ ভোট ও মো. সোলাইমান টিয়াপাখি প্রতীকে পেয়েছে ৮,৯৪৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২জন। এতে কলস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ৩০,০৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিলকিছ বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৫,৬৬৩ ভোট।
২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দীঘিনালা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বেসরকারীভাবে সকলের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলার ৫টি ইউপির ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ৯০,১৯৪জন।