করোনাজাতীয়

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন ৪১ সহ মোট আক্রান্ত ১৬৪ জন: আইইডিসিআর

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত হলো।

সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক আরো জানান, নতুন শনাক্তের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। আর নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ২০ জন রয়েছেন। আর ১৫ জনই নারায়ণগঞ্জের।

এদিকে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের মধ্যে ৬০ এর বেশি বছরের দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে একজন রয়েছেন। মৃতদের দুই জন ঢাকার, তিন জন বিভিন্ন জেলার।

গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে জানান অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।

Related Articles

Leave a Reply

Back to top button