বশির আলমামুন, চট্টগ্রাম:
চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে খুলশী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ রোববার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পুলিশের এসআইয়ের নাম আমিনুল ইসলাম। তিনি খুলশী থানায় কর্মরত আছেন। একই সঙ্গে জাহেদ নামে এক সোর্সকেও আটক করা হয়। খবর পেয়ে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আটক পুলিশ সদস্যকে থানায় নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করে খুলশী থানার ওসির হাতে তুলে দেওয়া হয়।
সোনাসহ পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন, নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়। তাকে খুলশী থানায় রাখা হয়েছে। খুলশী থানার ওসি বিষয়টি তদারকি করছেন।’
বিষয়টি জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আসার সময় খালেক নামে এক প্রবাসীর গাড়ি টাইগারপাস এলাকায় আটকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তার ১৬ ভরি স্বর্ণ কেড়ে নেন পুলিশ কর্মকর্তা আমিনুল। পরে ওই প্রবাসীকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুখে ছেড়ে দেওয়ার সময় তিনি আমিনুলকে জাপটে ধরে ফেলেন। এ সময় খালেক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।’