চট্রগ্রামজেলার খবর

রাউজানে বজ্রপাতে মারা গেছে দুই গরু

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক নাম শামসুল আলম বলেন, সকালে জমিতে গরু দুটিকে ঘাস খাওয়ানোর জন্য খুঁটির সাথে বেঁধে রেখে এসেছিলাম। বজ্রপাত শুরু হলে গরু দুটি আনতে বের হয়েও যেতে পারিনি।

পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখতে পাই। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

রাউজানের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে দুটি গাভির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে রাখা যাবে না বলে জানান ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু।

Related Articles

Leave a Reply

Back to top button