করোনাজাতীয়

করোনা আক্রান্ত মানুষের মরদেহ নির্ভয়ে দাফন করুন: ড. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না।

সোমবার (৬ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা আক্রান্ত মানুষের মরদেহ নির্ভয়ে শরিয়াহ মোতাবেক দাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন।  করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোন ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিকে দাফন করতে গেলেও এই ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে যায় বলে একটি ধারণা প্রচলিত আছে। বিশ্বের অনেক দেশে মৃত ব্যক্তিকে সবার ধরাছোঁয়ার বাইরে রেখে দাফন করা হচ্ছে। বাংলাদেশে লাশ পড়ে থাকলেও কেউ এগিয়ে যাচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃত ব্যক্তির লাশ থেকেও এই ভাইরাসটি ছড়ায়। এই অবস্থায় মৃত ব্যক্তিদের যথাযথ নিয়ম মেনে দাফন-কাফনের ব্যবস্থা করা নিয়ে বাংলাদেশেও এক ধরনের জটিলতা তৈরি হয়। কোনো কোনো এলাকায় কবরস্থানে করোনায় মৃত ব্যক্তিদের দাফন না করার জন্য ব্যানারও টানিয়ে দেয়া হয়েছে। আবার কোথাও দাফনে করতে গেলে বাধা দেয়ার ঘটনাও ঘটেছে।

এমনকি শরীয়তপুরে মৃত ব্যক্তির দাফন করতে স্বজনরাও অনীহা প্রকাশ করে। ফলশ্রুতিতে স্থানীয় পুলিশ এই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করে।

সব বিবেচনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল লিখিত বিবৃতি পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button