জাতীয়

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গার্মেন্ট শ্রমিক তারকামেলা’

রাজধানীতে পোশাক ও ট্যানারি শ্রমিকদের সাংস্কৃতিক উৎসব ‘গার্মেন্ট শ্রমিক তারকামেলা’ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংগঠন জিআইজেড’র সহযোগিতায় ‘কর্মজীবী নারী (কেএন)’ এবং ‘সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস)’ এ তারকামেলার আয়োজন করে।

জিআইজেডের সাস্টেইনেবলিটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ (এসটিআইএলই) প্রকল্পের আওতায় শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন করা হয়।

‘সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ- উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তারকামেলায় ৫০০ নারী ও পুরুষ গার্মেন্ট ও ট্যানারি শিল্পের শ্রমিকরা অংশ নেন। সারাদিনের এই অনুষ্ঠানে শ্রমিক ও শ্রমিকদের সন্তানেরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বাউল গান পরিবশেন করেন। অনুষ্ঠানে স্বাধীন শাহ্-এর রচনা ও নির্দেশনায় থিয়েটার আর্ট’র পরিবেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক ‘স্বপ্ন হলেও সত্যি’ পরিবেশিত হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর চত্ত্বরে উইমেন ক্যাফেকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে স্টল স্থাপন এবং উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হয়।

তারকা মেলা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম , কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম অধিদপ্তেরর উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফরোজা হক রীনা, বিলস্’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, জিআইজেড’র অ্যাডভাইজার স্যাম হুসেইন, একশন এইড’র প্রতিনিধি মরিয়মনেসা, নাগরিক উদ্যোগ’র নির্বাহী পরিচালক জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গবেষক মোস্তাফিজুর রহমান, তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক সাহেব আলী, জাতীয় শ্রামক জোট বাংলাদেশ’র সভাপতি সাইফুজ্জামান বাদশা, স্কপ’র সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এবং সরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকরা।

কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, এসআরএস’র নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা ও জিআইজেড’র অ্যাডভাইজার স্যাম হুসেইনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক রাজিব আহমেদ এবং সেফটি এন্ড রাইটস সোসাইটি-এর প্রোগ্রাম সহকারী মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চালনায় কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর শ্রমিকদের শুভেচ্ছা জানান। তিনি প্রতিবছর এই তারকা মেলার আয়োজন করার জন্য সব শ্রমিকের সহযোগিতা কামনা করেন।

জাতীয় শ্রামক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা উপস্থিত শ্রমিক তারকাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, উইমেন ক্যাফের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত ও সচেতন হওয়া সম্ভব। সংগঠিত শ্রমিকের জয় অনিবার্য।

পোশাক শ্রমিক বিলকিস আক্তার বলেন, ক্যাফে আমাদের জন্য অনেক আপন একটি জায়গা। কারণ শ্রমিকদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। কিন্তু উইমেন ক্যাফে আমাদের এই জায়গা তৈরি করে দিয়েছে। বিনোদন যে আমাদের অধিকার এ্টা কর্মজীবী নারীর উইমেন ক্যাফেতে না আসলে আমরা বুঝতে পারতাম না।

শ্রমিক নেতা নাহিদুল ইসলাম নয়ন বলেন, উইমেন ক্যাফের বড় শক্তি হচ্ছে এটি একটি আনন্দের জায়গা। সেবা নেওয়ার জায়গা, বিপদে কাউকে পাশে পাওয়ার জায়গা, মানসিক প্রশান্তির জায়গা। সুস্থ থাকতে হলে উইমেন ক্যাফেতে আসতে হবে, সুন্দর কর্পরিবেশের জন্য লড়াই করতে হবে।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিরিক্ত সচিব) মো. তরিকুল আলম বলেন, সরকার অবশ্যই শ্রম বিধিমালা বাস্তবায়নের চেষ্টা করবে যেন শ্রমজীবী মানুষেরা স্মার্ট হয়ে ওঠতে পারে।

শ্রম অধিদপ্তরের উপপরিচালক (মেডিকেল ও শ্রমকল্যাণ) রোখসানা চৌধুরী বলেন, এখানে সবাই তারকার মতো উজ্জ্বল হয়ে আছেন। আমি চাই সবাই যেন সারাজীবন এরকম উজ্জ্বল তারা হয়েই থাকেন।

কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, সরকার সব শ্রমিকের জন্য ডাটাবেজ তৈরি করার কথা চিন্তা করেছে, যেন শ্রমিকরা হারিয়ে না যায়। এছাড়া করোনায় যে শ্রমিকেরা গ্রামে ফিরে গিয়েছেন সরকার কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে তাদের কিছু অনুদান দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button