জেলার খবর

কর্ণফুলী নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মো. শফি (৩৫) নামে সেই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হন শফি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ। নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে। গত বুধবার দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামে জাহাজে মাছ আনলোড করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন মো. শফি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ সেখান থেকে শফির মরদেহ উদ্ধার করে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল উল্লাহ জানান, ‘বাংলাবাজার ঘাট থেকে সকালে নিখোঁজ শফির লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button