আন্তর্জাতিককরোনা

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। তবে ১০ দিন পরও করোনার লক্ষণগুলো থেকে যাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বরিস জনসনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বরিস জনসনের আক্রান্তের এক সপ্তাহের মাথায় তার অন্তঃসত্ত্বা বান্ধবীও করোনায় আক্রান্ত হয়েছেন।

জনসনের বান্ধবী কেরি সাইমন্ডস রবিবার (৫ এপ্রিল) নিজের টুইটারে জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সাতদিন ধরে তিনি বাসায় কোয়ারেন্টিনে আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button