আন্তর্জাতিককরোনা

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২১৮ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড (২১৮ কোটি টাকা) সহায়তা দেবে যুক্তরাজ্য। এই সহায়তার মধ্যে রোহিঙ্গাদের জন্য সহায়তাও যুক্ত করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ২১ মিলিয়ন পাউন্ড থেকে সাত মিলিয়ন ইউনিসেফ, হু ও বিশ্বব্যাংকের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ, হাসপাতালে অক্সিজেন সরবরাহ ইত্যাদিতে ব্যয় করা হবে।

এক মিলিয়ন পাউন্ড খরচ করা হবে ব্র্যাকের মাধ্যমে ৫০ হাজার কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস সচেতনতায়। আর ১০ মিলিয়ন পাউন্ড জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় কমিউনিটির মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচিতে ব্যয় করা হবে।

সিটি করপোরেশন এলাকাগুলোয় বসবাসরত প্রায় ২২ লাখ শহুরে দরিদ্রকে স্বাস্থ্য সেবা ও পরিষ্কার থাকার জন্য বিভিন্ন সামগ্রী দেওয়া হবে ইউএনডিপিকে এবং এর জন্য যুক্তরাজ্য দেবে ৩১ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button