করোনাজাতীয়

করোনায় থাবায় চলে গেলেন দুদকের পরিচালক; তার স্ত্রী-সন্তান আইসোলেশনে

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায়, কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান তিনি। বর্তমানে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছেন। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা সহকর্মীরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জ্বর-কাশিসহ উপসর্গ নিয়ে দুদকের ওই কর্মকর্তা গত ৩০শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই রাতেই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button