জাতীয়

সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে।

আজ রোববার (১২ মে) কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আগে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সন্ত্রাসীদের নিজস্ব কোনো দেশ না থাকলেও বিভিন্ন দেশে তাদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। এ কারণে রোহিঙ্গারা এখন আন্তর্জাতিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ এবং পেনাটিক জঙ্গি গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে। এজন্য শুধু বাংলাদেশে সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশপাশের দেশগুলোতেও সমস্যা তৈরি হচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, মূলত বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা, আইনশৃঙ্খলা সমস্যা, রোহিঙ্গাদের অনেকেই মাদক পাচার এবং মাদক ব্যবসায় যুক্ত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, একই সঙ্গে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করে যাচ্ছি। যাতে মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়। যার ফলে মিয়ানমার তাদের নাগরিকদের পূর্ণ নাগরিক অধিকার দিয়ে ফেরত নিয়ে যায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে পরিবেশ, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটছে। অনেক রোহিঙ্গা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়ে গেছে। যার ফলে পরিস্থিতি খারাপ হচ্ছে দিনদিন। মিয়ানমার সবসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত। কিন্তু গত ৭ বছরে একজনকেও নিয়ে যায়নি। আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি যাতে মিয়ানমারকে তারা চাপ প্রয়োগ করে।

মন্ত্রী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত গত ৭০ বছর ধরে ছিল। এখন এটাকে প্রত্যাবাসনে অজুহাত হিসেবে দেখানোর সুযোগ নেই। গত দুই দফায় আমরা সফলভাবে অনুপ্রবেশ করা মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যদের ফেরত পাঠিয়ে দিয়েছি। এখন যারা অনুপ্রবেশ করেছে তাদের বিষয়েও আলোচনা চলছে মিয়ানমারের সঙ্গে। আশা করছি, শিগগিরই তাদের ফেরত পাঠানো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button