জাতীয়

নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মে) রাতে নিক্সনদের বনানীর বাসায় যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

শেখ হাসিনা এবং শেখ রেহানার বেড়াতে যাওয়ার বিষয়টি ফেসবুকে জানিয়েছেন নিক্সন চৌধুরী নিজেই। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‌’বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায় ।

পোস্টের সঙ্গে সাতটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী এবং ছেলেকে দেখা যাচ্ছে। এছাড়া তাদের সঙ্গে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ।

Related Articles

Leave a Reply

Back to top button