চট্রগ্রামজেলার খবর

চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামের ইপিজেড এলাকায় মেহেদী হাসান নামে এক তরুণ খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুইজন হলেন, সাদিকুর রহমান (২৬) ও মো. হাফিজুল ইসলাম (২৬)। এর মধ্যে সাদিকুর ওই হত্যা মামলার আসামি এবং হাফিজুলকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আজ শনিবার (১১ মে) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন।

তিনি বলেন, ৯ মে রাতে আকমাল আলী রোড এলাকায় পোশাক শ্রমিক সাদিকুর ও রমজান মারামারিতে জড়ায়। মাত্র এক হাজার টাকা পাওনা আদায়ের জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে রিকশা নিয়ে বাসায় ফেরার পথে তাদের হামলার মধ্যে পড়ে যায় পথচারী মেহেদী হাসান। ছুরিকাঘাতে ঘটনাস্থেলই প্রাণ হারায় মেহেদী হাসান।

তিনি বলেন, এরপর আমরা অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সাদিকুর রহমান ও হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করি। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারেও চেষ্টা অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Back to top button