শাহ আমানতে ময়লা ঝুড়ি থেকে সাতটি স্বর্ণ উদ্ধার
বশির আলমামুন, চট্টগ্রাম:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের টয়লেটের কমোডের পাশে থাকা ময়লার ঝুড়ি থেকে সিগারেটের প্যাকেটের ভেতর থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতটি বারের ওজন প্রায় ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, স্বর্ণের বারগুলো ওয়াশরুমের ভেতর থাকা ময়লার ঝুঁড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকায়িত ছিল। ধারণা করা হচ্ছে, স্বর্ণের বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০-এ করে বিমানবন্দরে কোনও যাত্রী এনে থাকতে পারে। প্রতিটি বারের ওজন ১০ ভরি দুই গ্রাম। প্রতিটির মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বলেন, ‘গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।’