জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল

করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। চালু ছিল পণ্যবাহী ট্রাক ও আ্যম্বুলেন্স চলাচল।

তবে রবিবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। পণ্যবাহী ট্রাক আ্যম্বুলেন্সও বন্ধ রয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে হঠাৎ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণায় চরম বিপাকে পড়েছে ছোট গাড়ির চালকরা।

Related Articles

Leave a Reply

Back to top button