জাতীয়

কাচ্চি ভাই’র মালিক কারাগারে

রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজে’ অগ্নিকাণ্ডের মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সোহেল সিরাজকে কারাগারে আটক রাখার আবেদন করে।

মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৮ মে) সকালে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ওই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে নিয়ে এনে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

Related Articles

Leave a Reply

Back to top button