জাতীয়

গাজীপুরে ডিভাইন মার্সি হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বুধবার গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার বিকেলে গাজীপুরের মঠবাড়ির কুচিলাবাড়িতে অবস্থিত ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি দেখে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার, ডিভাইন মার্সি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, সদস্যসচিব পংকজ গিলবার্ট কস্তা প্রমুখ।

গত ১ জানুয়ারি কার্যক্রম শুরু হওয়া এই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সম্যকভাবে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এ সময় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে সম্মাননা স্মারক তুলে দেন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জন গমেজসহ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button