রাজনীতি

ফের বিমানবন্দরে হয়রানির অভিযোগ ফখরুলের

পবিত্র ওমরাহ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশে ফিরে বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টায় স্ত্রী রাহাত আরা বেগমসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, শারীরিকভাবে আগের চাইতে ভালো আছেন। তবে ভ্রমণ করার কারণে ক্লান্ত।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আজও ইমিগ্রেশনে হয়রানি করা হয়েছে। ইমিগ্রেশনে বারবারই হ্যারেজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button