জাতীয়রাজনীতি

মির্জা ফখরুল বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ কাদেরের

জনমনে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল ( বিএনপি), জনগণের ঐক্যের দুর্গকে নস্যাত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে জাতি হতাশ। তার বক্তব্যকে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে একজন দিশেহারা রাজনীতিকে অসংলগ্ন প্রলাপ ও ব্যর্থতার বেসামাল বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, সারা বিশ্বের সকল মানুষ একযোগে যখন এই সংকট মোকাবিলায় দেশে দেশে এক প্লাটফর্মে দাঁড়িয়েছে, তখন অর্বাচীনের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা। তাদের এ বালখিল্য কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা জনগণের দ্বারা বারেবারে প্রত্যাখ্যাত হয়েছে। সারা বিশ্বের নেতারা করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে একে অপরের বিরুদ্ধে দেশের রাজনীতি পরিহার করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় এ দুর্যোগে যখন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সাধারণ জনসাধারণের পাশে থেকে জনগণকে আশ্বস্ত করে চলছেন ঠিক তখনই মির্জা ফখরুলরা ভুল তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্যোগের এ মুহূর্তে বিভেদ নয় এটা তাদের বোধগম্য নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button