জাতীয়

ফোন করলেই মিলবে বিনামূল্যে খাদ্যপণ্য

করোনা ভাইরাসের প্রভাবে ১১ তারিখ পর্যন্ত অনেকটাই স্থবির রাজধানী। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের পাশাপাশি অনেকেই আছেন যারা লোকচক্ষুর লজ্জায় সাহায্যের কথা কাউকে জানাতেও পারছেন না।

এই সমস্ত মানুষের জন্যই হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তাদের হটলাইনে দেওয়া নির্ধারিত নম্বরে ফোন করলেই সময় মত বাসায় খাদ্য পৌঁছে দিবে ডিএসসিসির কর্মীরা।

শনিবার(৪এপ্রিল) বিকেলে নগর ভবনে হটলাইনে সীমিত আকারে লোকলজ্জার ভয়ে খাবার গ্রহণে অস্বস্তিবোধকারীদের জন্য খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধন কালে এ আহবান জানান।

গতকাল থেকে হটলাইনে অনুরোধ আসতে থাকে। আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক ফোন করে মেয়রকে অবহিত করেছেন। এ প্রেক্ষিতে এ বিষয়টি পুন: বিবেচনার জন্য বাণিজ্য মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

হটলাইন নম্বর হলো: ০১৭০৯৯০০৭০৩,০১৭০৯৯০০৭০৪

Related Articles

Leave a Reply

Back to top button