রাজনীতি

সহায়তার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হানিফের

করোনার কারণে দেশে অঘোষিত লকডাউন চলছে। সরকারের আবেদনে সাড়া দিয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। এ কারণে কর্মহীন মানুষ রয়েছে দূর্ভোগে। দেশের এমন সময়ে কিছু অসাধু ব্যক্তি সহায়তার নামে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে। যারা এই অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হিশিয়ারি জানালেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার (০৪ এপ্রিল) সকালে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এময় তিনি আরও বলেন, বাঙালী জাতির কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস সাময়িক এই সংকট কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে শেখ হাসিনার বাংলাদেশ।

করোনা সংক্রমন রোধে সবাইকে ঘরের বাইরে না বেরুনোরও পরামর্শ দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

Related Articles

Leave a Reply

Back to top button