বিনোদনসাহিত্য ও বিনোদন

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেলেন মিথিলা

কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘ও অভাগী’ সিনেমার জন্য ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শরৎচন্দ্রের প্রখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে কলকাতায় মুক্তিপ্রাপ্ত ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন এ তিনি।

এক ভিডিও বার্তার মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির এ তথ্য মিথিলা নিজেই নিশ্চিত করেছেন।

মিথিলা বলেন, যেকোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণার। আর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ। নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।

তিনি আরও বলেন, পুরস্কার প্রদানের সময় আমি দিল্লিতে ছিলাম না। অফিসের কাজে কানাডায় অবস্থান করছিলাম। সে কারণে আমার পক্ষ থেকে আমার সিনেমার টিম পুরস্কারটি গ্রহণ করে।

উল্লেখ্য, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ‘অভাগী’ সিনেমাটি মুক্তি পায়। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। চিত্রনাট্যও তারই লেখা। এতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button