আন্তর্জাতিক

কানাডায় শিখ নেতা হত্যা: ৩ ভারতীয় গ্রেফতার

কানাডাতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর: বিবিসির।

শুক্রবার (৩ মে) কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। তারা এডমন্টন শহরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হিট স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিল। তারা গুলি চালানো, গাড়ি চালানো, নজরদারির কাজ করেছে বলে সন্দেহ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হন হরদীপ সিং নিজ্জর। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। হত্যাকাণ্ডে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা।

হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে বলেন, এর পেছনে ভারত জড়িত থাকতে পারে। হত্যায় জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করে নয়াদিল্লি।

গত শুক্রবার কানাডার একাধিক প্রদেশে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই অভিযানে গ্রেফতার হন সন্দেহভাজন তিনজন। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button