আন্তর্জাতিক

করোনা নিয়ে ব্রিটেন রানীর ভাষণ রবিবার

করোনা ভাইরাসে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় এ মহামারী নিয়ে রবিবার জাতির উদ্দেশ্যি ভাষণ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। জাতির উদ্দেশ্যে রানির এমন সরাসরি ভাষণ খুবই বিরল। প্রতিবছর কেবল বড়দিনের বার্তা দিতেই টিভিতে রানির ভাষণের রেকর্ড সম্প্রচার করা হয়।

কিন্তু এবার করোনা ভাইরাস সঙ্কটের কারণে রানি যুক্তরাজ্য এবং কমনওয়েলথের উদ্দেশে এই বিশেষ ভাষণ দিতে চলেছেন।

রানির ভাষণটি উইন্ডসর প্রাসাদে রেকর্ড করা হয়েছে। এটি রবিবার টিভি, রেডিও এবং স্যোশাল মিডিয়ায় প্রচার করা হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

৯৩ বছর বয়সী রানি এলিজাবেথ তার স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে এখন উইন্ডসর প্রাসাদেই থাকছেন। করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখতে রানিকে মার্চের মাঝামাঝি সময়ে উইন্ডসরে নিয়ে যাওয়া হয়।

আগামী রবিবার রানি জাতির এ সংকটকালে চতুর্থবারের মতো বিশেষ ভাষণ দেবেন।

এর আগে রানি ২০০২ সালে তার মায়ের মৃত্যুর সময়, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের সময় এবং তারও আগে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় এমন বিশেষ ভাষণ দিয়েছিলেন। তাছাড়া, ২০১২ সালে রানি তার শাসনকালের হীরক জয়ন্তী পালনের সময়ও টিভিতে ভাষণ দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button