রাজনীতি

হাসপাতালে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

পিত্তথলীর সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু জানান, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।  একই সঙ্গে করোনার কারণে কর্মহীন দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন মাইনুল হোসেন খান

পারিবারিক সূত্রে জানা যায়,  কিছুদিন ধরেই করোনাভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর, অসহায় মানুষদের ত্রাণ বিতরণ করছিলেন এই নেতা।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে অসুস্থ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার সকালে ডাক্তারের সিদ্ধান্তের ওপরে তার অপারেশনের দরকার আছে কি-না তা জানা যাবে।

ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু জানান, সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।

একই সঙ্গে করোনার কারণে কর্মহীন দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।

Related Articles

Leave a Reply

Back to top button