বশির আলমামুন, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে বুনো হাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড়-সংলগ্ন লিচুবাগান থেকে হাতি তাড়াতে গেলে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রিজভী বৈলছড়ি ইউনিয়নের কুলীনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবার বুধবার (১ মে) হাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী গত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ির একটি মুদির দোকানে চাকরি করতো। ওই দিন রাত ২টার দিকে তার পারিবারিক লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে আরও লোকজনের সঙ্গে হাতি তাড়াতে যায়। একপর্যায়ে বাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হয় রিজভী। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে একটি হাতি লিচুবাগানে প্রবেশ করে। খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতির আক্রমণের শিকার হয় রিজভী।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘হাতির আক্রমণে এক কিশোর মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।