খেলা

সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার (৩০ এপ্রিল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে আবাহনীর বিপক্ষে খেলছেন সাকিব। বিকেএসপির ৪ নম্বর মাঠে সকাল ৯টায় ম্যাচটা শুরু হয়েছে।
দেশে বাংলাদেশ ক্রিকেট দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় সাকিব তখন খেলছেন ঢাকা লিগে। তার দল শেখ জামাল চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও নেই। তবুও সাকিবের লিগ খেলার কারণ ভিন্ন।
অনেকদিন ধরে খেলার বাইরে সাকিব। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সূচি। এর আগে নিজের ফিটনেস পেতে ৫০ ওভারের ম্যাচ খেলতে চেয়েছেন সাকিব। এজন্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই সাকিব। টিম ম্যানেজমেন্টও সাকিবের লিগ খেলায় সমস্যা দেখেন না।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন একদিন আগে। গতকাল মাগুরায় নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটান তিনি। আজ আবার মাঠে নেমেছেন কোনো প্রস্তুতি ছাড়াই।

Related Articles

Leave a Reply

Back to top button