জাতীয়

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি, যুক্তরাষ্ট্র স্বীকার করেনি

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত মানবাধিকার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সেহলী সাবরীন এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের মানবিধকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন নোট করেছে বাংলাদেশ। আমরা যতই আকাঙ্ক্ষা করি না কেন বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। কারণ একটি দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে।

Related Articles

Leave a Reply

Back to top button