বিনোদনসাহিত্য ও বিনোদন

আয়ের শীর্ষে ‘রাজকুমার’

এবারের ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে আয়ের শীর্ষে আছে আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’।

সিনেমাটি মুক্তির দিন থেকেই নিয়ে শাকিবভক্তদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। আর সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ৮ ছবির মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এই ‘রাজকুমার’।

মুক্তির ১০ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে স্টার সিনেপ্লেক্স।

সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ৮টি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে ‘রাজকুমার’। দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার শো মোটামুটি হাউজফুল যাচ্ছে। আশা করছি এ সপ্তাহ এবং আগামীতে ‘রাজকুমার’ ভালো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button