জাতীয়

দুবাইয়ের জেটিতে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। এসময় নাবিকদের বরন করে নেন বাংলাদেশ থেকে যাওয়া কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল।
সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহাজটি জেটিতে ভেড়ে। এর আগে, রবিবার (২১ এপ্রিল) জাহাজটি বহির্নোঙরের ‘বি অ্যাংকরেজ’ এলাকায় নোঙর করে। ২৭ ঘণ্টা পর আজ জেটিতে বার্থিং করে।
কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা জানান, নাবিকরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর দুজন নাবিক বিমানে দেশে ফিরবেন। বাকি ২১ জন ওই জাহাজযোগে দেশে ফিরবেন। এতে সময় লাগবে ২৫/২৬ দিন।
উল্লেখ্য, মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। মুক্তিপণ দিয়ে ৩২ দিন পর ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি ছাড়া পায়।

Related Articles

Leave a Reply

Back to top button