জাতীয়

রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেল পাগলা মসজিদের দানবাক্স থেকে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ। প্রতিবার দান সিন্দুক (দানবাক্সে) খুলে মিলেছে টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এবার তার ব্যতিক্রম ঘটেনি।

শনিবার (২০ এপ্রিল) মসজিদের ১০টি দানবাক্স থেকে সকল রেকর্ড ভেঙে পাওয়া গেছে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা।

সাধারণত ৩ মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হলেও এবার ৪ মাস ১০ দিন পর সকালে পাগলা মসজিদে ৯টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়। মূলত মসজিদের ১০টি দানবাক্সে পাওয়া যায় রেকর্ড ২৭ বস্তা টাকা। দিনভর গণনা শেষ রাত দেড়টার দিকে জানানো হয় টাকার পরিমাণ।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এ কেএম শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে টানা ১৭ঘণ্টা গণনার পর টাকার পরিমাণ জানা গেছে। টাকা ছাড়াও পাওয়া গেছে বেশ কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। ভোরে মস‌জি‌দের ৯টি সিন্দুক ও একটি স্টিলের ট্রাঙ্ক খুলে বের করা হয় ২৭ বস্তা টাকা।

ভোরে পাগলা মসজিদে গিয়ে দেখা গেছে, বড় বড় লোহার সিন্দুক খুলে বের করে আনা হচ্ছে টাকা। একটি কিংবা দুটি নয়, গুণে গুণে ৯টি লোহার সিন্দুক আর একটি ট্রাঙ্ক থেকে পাওয়া এসব টাকা। পরে বস্তায় করে নেয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে মেঝেতে ঢেলে চলে গণনার কাজ। প্রতি তিন মাস পর এমন দৃশ্য দেখা যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে।
এবার ৪ মাস ১০ দিনের ব্যবধানে মসজিদের দান সিন্দুক খোলা হয়।
 
শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের বিভিন্ন স্থানে রাখা নয়টি দান সিন্দুক ও একটি অস্থায়ী ট্রাঙ্ক থেকে টাকা সংগ্রহ করা হয়। দানবা‌ক্সে পাওয়া টাকা গণনার কা‌জে অংশ নেন পাগলা মস‌জিদ নূরানী কোরআন হা‌ফি‌জিয়া মাদ্রাসার ১১২ শিক্ষার্থী, রুপালী ব‌্যাংকের ৫০ জন কর্মকর্তা কর্মচা‌রিসহ দুই শতা‌ধিক মানুষ। এর আগে ৯ ডিসেম্বর সব‌শেষ মস‌জি‌দের দান সিন্দুক থে‌কে পাওয়া গিয়েছিলো ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩  টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button