বিনোদন

‘প্রিয় মালতী’ হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন

জন্মদিনের দিনই সিনেমা হলের সিনেমার ঘোষণা! তাও আবার প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মেহজাবীন চৌধুরীর জন্য এ যেনো স্বপ্নের দিনের মতো। সেই সাথে তার দর্শকের জন্যও বড় সংবাদ।
শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ হয়ে হাজির হবেন মেহজাবীন চৌধুরী। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি এ বছরের কোনো একটা সময় মুক্তি দেয়া হবে সিনেমা হলে।
১৯ এপ্রিল বিকেলে অর্থাৎ মেহজাবীনের জন্মদিনেই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়।
প্রথমেই মঞ্চে আসেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। মেহজাবীনকে নিয়ে দেন মজার কিছু তথ্য। তিশা বলেন, ‘মেহজাবীন তার জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অভিনেত্রী। সে নিজেকে দুর্দান্ত ভাবে প্রস্তুত করেছেন সিনেমার জন্য।‘
এরপর মঞ্চে আসেন আশফাক নিপুন ও এলিটা করিম। তারাও জানান মেহজাবীনকে নিয়ে মজার কিছু তথ্য। আশফাক নিপুন বলনে, ‘মেহজাবীন অভিনয়ে নিজেকে যেভাবে গড়েছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।‘

Related Articles

Leave a Reply

Back to top button